নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরীতে দাপিয়ে বেড়াচ্ছে রুট পারমিট বিহীন অবৈধ অসংখ্য থ্রি-হুইলার অটোটেম্পো। আর এসবের নেপথ্যে আছে একটি চাঁদাবাজ সিন্ডিকেট। এর মধ্যে নগরীর গুরুত্বপূর্ণ ১৭ নাম্বার থ্রি-হুইলার অটোটেম্পো রুটে অনুমোদিত বৈধ থ্রি-হুইলার অটোটেম্পোর আড়ালে চলছে অসংখ্য অবৈধ রুট পারমিট বিহীন গাড়ি।
সম্প্রতি এসব অবৈধ রুট পারমিট বিহীন গাড়ি ও চাঁদাবাজি বন্ধে তদন্তসহ জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ জানিয়েছেন এই রুটের একজন অটোটেম্পো চালক।
অভিযোগে উল্লেখ করা হয়, আরটিসি কর্তৃক অনুমোদিত রুট নং–১৭ (টাইগার পাস থেকে নিউ মার্কেট হয়ে নতুন ব্রিজ) এ চলাচলের জন্য অনুমোদিত রয়েছে মোট ১৫০টি থ্রি-হুইলার অটোটেম্পো গাড়ির রুট পারমিট। তবে এই রুটে বর্তমানে প্রায় ২৫০টির মতো থ্রি-হুইলার চলাচল করছে, যার প্রায় ১০০টির অনুমোদিত বৈধ রুট পারমিট নেই। এতে এসব অবৈধ রুট পারমিট বিহীন যানবাহন মোটরযান অধ্যাদেশ , ১৯৮৩ ও সংশ্লিষ্ট বিধিমালার সরাসরি লঙ্ঘন।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, এসব অবৈধ যানবাহনগুলো একটি সংগঠিত চাঁদাবাজ চক্রের যোগসাজশে প্রকাশ্যেই চলাচল করছে এবং প্রতিদিনই এখান থেকে মোটা অংকের অর্থ প্রদান করা হচ্ছে। এছাড়াও সিএমপি'র ট্রাফিক দক্ষিন বিভাগের কিছু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারও যোগসাজশ রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। যার ফলে আইন প্রয়োগকারীরা নিরব ভূমিকায় রয়েছে। অভিযোগে এই রুটের পারমিটবিহীন গাড়ির একটি তালিকাও জমা দেয়া হয়েছে।
এই রুটে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চালকদের অভিযোগ , এসব অবৈধ পারমিট বিহীন গাড়ির কারনে বৈধ গাড়ির চালকরা কাঙ্খিত যাত্রী পেতে হিমসিম খাচ্ছে। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা আরো জানান, এসব অবৈধ গাড়িগুলো নির্দিষ্ট নিয়ম-বিধি না মেনে যত্রতত্র যাত্রী উঠা নামা করে নির্ধারিত গন্তব্যে না গিয়ে যত্রতত্র গাড়ি ঘুরিয়ে নেয়। এতে যাত্রীরাও যাত্রী সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
এসব রুটের চালকরা বলেন, রুট পারমিটবিহীন অটোটেম্পোর বিরুদ্ধে প্রতিবাদ জানালে বৈধ চালকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হুমকি, ভয়ভীতি এবং শারীরিক নির্যাতনের মত ঘটনা ঘটে । এতে কেউ ভয়ে মুখ খুলতে চাননা।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বা ট্রাফিক বিভাগ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করা হলেও তা যথাযথভাবে প্রয়োগ করা সম্ভব হচ্ছে না।