মাহমুদা নাঈমা, জাককানইবি প্রতিনিধি:
বর্তমান উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের আমন্ত্রণে সাড়া দিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি)সাবেক উপাচার্য প্রফেসর ড.মোহীত উল আলম ও তাঁর সহধর্মিনী আলিয়া সুরাইয়া মোহীত।
সোমবার(১২ জানুয়ারি ২০২৬) বেলা ১১ টায় নজরুল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের অফিস কক্ষে আসলে তাঁকে উষ্ণ অভিনন্দন জানান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নজরুল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
সৌজন্য সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম তাঁর অতীত কর্মস্থল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানানোর জন্য মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমকে কৃতজ্ঞতার সাথে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। দেশের সংকটময় সময়ে দায়িত্ব নিয়ে অত্যন্ত সফল ও শান্তিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করার জন্য মাননীয় উপাচার্যের প্রশংসা করেন। উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয় পরিচালনার বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতির কথা উল্লেখ করেন সাবেক উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম।
এসময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, পরিবহণ প্রশাসক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমীসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ সাক্ষাত করেন।
জানা যায়, আমন্ত্রণে সাড়া দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম-কে আন্তরিক ধন্যবাদ জানিয়ে পুনরায় পরিদর্শনের আমন্ত্রণ জানান। আলাপকালে মাননীয় উপাচার্য তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
প্রসঙ্গত, প্রফেসর ড. মোহীত উল আলম এই বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে গত ১৩ আগস্ট ২০১৩ তারিখ হতে ১২ আগস্ট ২০১৭ তারিখ পর্যন্ত চার বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেন।