চিকিৎসার জন্য ঢাকায় গিয়ে আটক পুলিশের গুলিতে পা হারানো সাবেক ছাত্রদল নেতা সাইফুল 

নিজস্ব প্রতিবেদক :

 

 

তৎকালীন আওয়ামী সরকারের আমলে পুলিশের গুলিতে পা হারানো চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রকাশ বার্মা সাইফুল ঢাকায় চিকিৎসা করাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন বলে দাবি সাইফুলের পরিবারের। সোমবার (১২ জানুয়ারি) দুপুরের দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি টিম তাকে আটক করেছে বলে দাবি পরিবারের। যদিও এব্যাপারে সিএমপি’র কাছ থেকে সুস্পষ্ট কোন তথ্য পাওয়া যায়নি।

 

সাইফুলকে আটকের বিষয়ে তার ভাই ছাত্রদল নেতা মো. শাহীন জানিয়েছেন , আমার ভাই ঢাকায় চিকিৎসার জন্য গিয়েছেন। ডিবির লোক পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়েছে। আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও তারা কেউ আটকের বিষয়টি স্বীকার করেছেন না। আমরা দেশের জন্য এত কষ্ট করলাম। আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের জের ধরে পুলিশের গুলিতে আমার ভাই পা হারিয়েছেন। জুলাই আন্দোলনে আমরা সক্রিয় অংশগ্রহণ করেছি। শেষ পর্যন্ত ভিত্তিহীন অভিযোগে আমার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এদিকে আটকের বিষয়ে জানতে সিএমপির উর্ধতন একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।