
জাতীয় যুবশক্তি চট্টগ্রাম উত্তর জেলার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নগরীর একটি রেস্টুরেন্টে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও চট্টগ্রাম–৮ আসনের প্রার্থী জোবারুল হাসান আরিফ, কেন্দ্রীয় সদস্য জোবায়ের মানিক, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক টিপু সুলতান ও তানজিদ রহমানসহ জাতীয় যুবশক্তি চট্টগ্রাম উত্তর জেলার নেতৃবৃন্দ।
এছাড়াও এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাবির খান, জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সমন্বয়কারী মো. আকরামুক হক, জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম উত্তর জেলার নব-নির্বাচিত সভাপতি মুনতাসীর মাহমুদ, সদস্য সচিব সামিন রহমান এবং মুখ্য সংগঠক মোহাম্মদ শরীফ।
সভায় বক্তারা জাতীয় যুবশক্তিকে আরও সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে। এতে গণভোটে কার্যকর প্রচারণা কৌশল এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।
তারা মনে করছেন, সভাটি পারস্পরিক ঐক্য, সাংগঠনিক প্রস্তুতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে৷
প্রেস বিজ্ঞপ্তি:












