মাসুদ পারভেজ, রৌমারী (কুড়িগ্রাম): প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারী উপজেলার ডিগ্রিরচর সীমান্তে পাষান আলী (৩২) নামের এক ভারতীয় নাগরিককে অবৈধ অনুপ্রবেশকালে আটক করেছে বিজিবি সদস্যরা। শনিবার (২৯ জানুয়ারি) সকাল ৯ টার দিকে আন্তর্জাতিক সীমান্ত ১০৫২ নং মেইন পিলার দিয়ে বাংলাদেশ অভ্যন্তরে অনুপ্রবেশ করায় তাকে আটক করা হয় বলে জানা গেছে। আটক ভারতীয় নাগরিক পাষান আলী ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার সুখচর থানার কুয়াডাঙ্গা গ্রামের মৃত ছাত্তার আলীর ছেলে বলে জানা গেছে। বিজিবি জানায় পাষান আলী অবৈধভাবে ভারতীয় কাটাতারের বেড়া ডিঙ্গিয়ে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করলে দাঁতভাঙ্গা ক্যাম্পের হাবিলদার ফরহাদ হোসেন এর নেতৃত্বে বিজিবির সদস্য সীমান্তে টহলরত অবস্থায় তাকে দেখতে পায় এবং সন্দেহ হলে তাকে আটক করেন। সে কি কারনে বাংলাদেশে এসেছে তা জানা যায়নি। রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান, বিজিবি কর্তৃক আটক ভারতীয় যুবককে থানায় সোপর্দ করা হয়েছে এবং তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.