চট্টগ্রাম প্রতিনিধিঃ রোববার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামে কর্ণফুলী নদীর আনু মাঝিরঘাট এলাকা এ ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন- বাবা তপন দাশ ও ছেলে সমীর দাশ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম উদ্ধার অভিযান চালাচ্ছে। চট্টগ্রাম নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী গণমাধ্যমকে বলেন, ডিঙ্গি নৌকা নিয়ে কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। একপর্যায়ে নৌকা উল্টে পানিতে তলিয়ে যান বাবা ও ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে। এখনো তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.