মৌলভীবাজার জেলা প্রতিনিধি: র্যার-৯ এর হাতে শীর্ষ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। র্যার-৯ এর শ্রীমঙ্গল আঞ্চলিক ক্যাম্পের মৌলভীবাজারে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ১ হাজার ৬ পিস ইয়াবাসহ কুলাউড়া জুড়ী এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। রোজ শনিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে গোপন তথ্য ভিত্তিতে বাবু মুন্ডা (৩০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যার-৯ এর এএসপি (গণমাধ্যম) সোমেন মজুমদার। তিনি জানান, বাবু মুন্ডা মৌলভীবাজারের জুড়ী এলাকার এলভিন টিলার মৃত মাংরে মুন্ডার ছেলে। মাংরী মুন্ডাকে আটকের পর তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৫ টি নীল রঙের পলিপ্যাকে থাকা ১ হাজার ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। র্যার-৯ সূত্র আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু মুন্ডা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের ওজন ১০০.৬ গ্রাম, যার মূল্য আনুমানিক ৪ লাখ ২ হাজার ৪শ টাকা। বাবু মুন্ডার বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেছে র্যার। আজ রবিবার (৩০ জানুয়ারি) আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়। আদালত আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.