প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৯:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১, ২০২২, ৩:২১ অপরাহ্ণ
গৃহবধূ ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেপ্তার

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন দুই সন্তানের জননী এক গৃহবধু। ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব-মোহাম্মদ নগর গ্রামে শনিবার (২৯ জানুয়ারি) মধ্যরাতে। পাশবিকতার শিকার গৃহবধুর ছোট ভাই থানায় ধর্ষণ মামলা করলে রবিবার (৩০ জানুয়ারি) অভিযুক্ত ধর্ষককে দিবাগত রাতে আলী হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। আলী হোসেন একই গ্রামের হাবিব আলীর ছেলে ও তিন সন্তানের জনক। রোজ সোমবার (৩১শে জানুয়ারি) বিকেলে থানা পুলিশ আদালতে হাজির করেন। আদালত ধর্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে।
মামলা সূত্রে জানা যায়, প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী বড়লেখা উপজেলার পূর্ব-মোহাম্মদ নগর গ্রামে বাবার বাড়িতে বসবাস করেন। শনিবার রাতে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরের টয়লেটে যান। সেখানে যাওয়ার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা আলী হোসেন (২৮) গৃহবধুকে ঝাপটে ধরে মাটিতে ফেলে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় রবিবার দুপুরে নির্যাতিত গৃহবধুর ছোটভাই ধর্ষক আলী হোসেনের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ঐ রাতেই অভিযান চালিয়ে পুলিশ ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়।
কুলাউড়া থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গৃহবধু ধর্ষণ মামলার গ্রেপ্তার আসামি আলী হোসেনকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে ভিকটিম ধর্ষিতা'কে ডাক্তারী পরীক্ষার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.