তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় তাহিরপুর উপজেলাতেও ১লা ফেব্রুয়ারি মঙ্গলবার শুরু সকাল থেকেই ১২বছর থেকে ১৮বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীদের টিকার ২য় ডোজ এর কার্যক্রম। কিন্তু তাহিরপুর উপজেলা সদরে এসে করোনার ২য় ডোজের টিকা নিতে এসে ভোগান্তিতে পড়েছে উপজেলার হাজার হাজার শিক্ষার্থীরা। মানা হচ্ছেনা কোন স্বাস্থ্যবিধি। এদিকে প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীরা এসেছেন টিকা নিতে সেই সাথে ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। তবে টিকা নিতে আসা শিক্ষার্থীরা টিকা নিতে মহা ভোগান্তিতে পড়ছে এমন অভিযোগ করেন শিক্ষার্থীদের সাথে আসা অভিভাবকগন। আজ (১ ফেব্রুয়ারী মঙ্গলবার) সকালে সরেজমিনে তাহিরপুর উপজেলা সদরে আসলে টিকা নিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে আসা ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, টিকা নিতে একদিকে উপজেলা সদরে আসতে পরিবহন খরচ ও অন্য দিকে সময় ব্যয়। উপজেলার সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় অনেক শিক্ষার্থীরা মোটরসাইকেল যোগে আসছে এমন কি অনেকেই পায়ে হেটে আসতে হয়েছে। যারফলে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। তার পর আবার ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে টিকা নিতে হচ্ছে তাদের। বসার কোন ব্যবস্থা না থাকায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে থাকতে বিড়ম্বনার শিকার হচ্ছে। টিকা নিতে আসা এক শিক্ষার্থী বলেন, টিকা পাওয়া নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। টিকা নিতে এসে অনেক কষ্ট হয়েছে। মানা হচ্ছে না কোন স্বাস্থ্য বিধি। নিজ প্রতিষ্ঠানে টিকা দেওয়ার ব্যবস্থা হলে এমন হত না। একাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবক বলেন নিজ প্রতিষ্ঠানে হলে খরচ ও সময় দু’টি ই সেইভ হবে এতে ভোগান্তি লাঘভ হবে। তারা বিষয় টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তান্তর কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.