প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ৫:০০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১, ২০২২, ৩:৩২ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যেগে শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। রোজ সোমবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলার সাতটি থানা, সদর মডেল থানা, রাজনগর, কুলাউড়া, কমলগঞ্জ, শ্রীমঙ্গল, জুড়ী ও বড়লেখায় একযোগে অফিসার ইনচার্জগণের নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা খুঁজে খুঁজে দুস্থ ও অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের পাশাপাশি ভাসমান তৃতীয় লিঙ্গের অসহায় শীতার্ত মানুষের গায়ে থানা পুলিশের সদস্যরা শীতবস্ত্র ( কম্বল) জড়িয়ে দেন। কনকনে তীব্র শীতে কম্বলের উষ্ণতায় হাসি ফুটে উঠে অসহায় শীতার্ত মানুষের মাঝে। মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, গত কয়েকদিনে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় গরীব ও অসহায় সম্বলহীন মানুষের দুর্দশা বেড়ে গেছে বেড়ে গেছে নিম্ন আয়ের মানুষের জনজীবন বিপর্যস্ত। হাড় কাঁপানো শীতে শিশু ও বয়োবৃদ্ধরা অসুস্থ হয়ে পড়েছে। তাই এসব অসহায় মানুষের কষ্টের সাথে সামিল হয়ে কিছুটা লাঘব করার লক্ষ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.