পড়া শেষে আর বাড়ি ফেরার ভাগ্য হলো না শিশু মারুফের

রাউজান (ফটিকছড়ি) প্রতিনিধি:  চট্টগ্রাম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে কাভার্ড ভ্যানের চাকায় পৃষ্ট হয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। উপজেলা সদরের বিবিরহাটের কাছে বাইপাস সড়ক এলাকায় গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম মুহাম্মদ মারুফ (১৩)। মারুফ ফটিকছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ধুরং এলাকার বাসিন্দা মুহাম্মদ সেলিম উদ্দিনের ছেলে। সে স্থানীয় খুলশী লায়ন্স স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ত। থানা-পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিবিরহাট এলাকার বাজারের কাছে মঙ্গলবার বিকেলে শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায় মারুফ। পড়া শেষে সাইকেল চালিয়ে বাসার দিকে যাচ্ছিল সে। এ সময় একটি কাভার্ড ভ্যান পেছন থেকে তাকে চাপা দেয়। এ সময় চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নেয়। স্থানীয় লোকজন কাভার্ড ভ্যানটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন। ফটিকছড়ি থানার উপপরিদর্শক মুহাম্মদ আজমগীর বলেন, পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি চেয়েছে। এ ঘটনায় তিনি (আজমগীর) বাদী হয়ে একটি মামলা করেছেন।