নিলিয়ান বম রুমা, (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবান পার্বত্য জেলায় রুমা উপশহর যাওয়ার একমাত্র সংযোগ সড়কে মুরুং বাজার এলাকায় বেইলী ব্রিজটি ধসে পড়ে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ। এ ঘটনায় ট্রাক চালক চট্টগ্রামের সাতকানিয়া পুরাণগড়ের হাসিম পাড়ার বাসিন্দা মো আবদুল গফুর ( ৫৫) মৃত্যু হয়। আজ বুধবার (২রা ফেব্রুয়ারী) দুপুর দেড়টা দিকে বান্দরবান থেকে রুমা সংযোগ সড়কের রোয়াংছড়ি উপজেলা মুরুং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, একটি ট্রাক চাউল বোঝাই বান্দরবান জেলা শহর থেকে রুমা বাজার যোগাযোগ সড়কের রোয়াংছড়ির উপজেলায় মুরুং বাজারের আগে বেইলি ব্রিজের মাঝামাঝি পৌছানোর পর হঠাৎ করে ব্রিজটি ধসে পড়ে যায়। এসময় ব্রিজের উপর চলন্ত ট্রাকটি উল্টে পড়ে চালক আবদুল গফুর ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয় ও পুলিশ সহযোগিতায় নিহত ট্রাক চালকের লাশ উদ্ধার করা হয়। পলিশ সুত্রে, মুরুং বাজার পুলিশ ফাড়ি ইনচার্জ জাকির আহমেদ সিকদার জনিয়েছেন বান্দরবান শহর থেকে চাউল বোঝাই ট্রাক ব্রিজে উঠার পর পর ব্রিজ ধসে ট্রাকটি উল্টে ট্রাক চালক মো আবদুল গফুর (৫৫) মৃত্যু হয়। এসময় বান্দরবান রুমা সড়ক যোগাযোগও বন্ধ হয়ে গেছে। মৃত্যু আবদুল গফুর লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.