প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ১২:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৩, ২০২২, ৭:০০ পূর্বাহ্ণ
নরসিংদীর পলাশে পরোয়ানাভুক্ত ৩ আসামী গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি: পলাশ থানার অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এসআই মো: সাইদুর রহমান এবং এসআই আরিফ খাঁন ২ ফেব্রুয়ারী বুধবার সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামী ১। মো: হাছিবুর রহমান (৪১) পিতা-মো: হাবিবুর রহমান সাং-ভাগ্যেরপাড়া থানা-পলাশ জেলা-নরসিংদী ২। মো: রাসেল পিতা-মৃত উসমান গনি সাং-আদিয়াবাদ (সিকদার পাড়া) থানা-রায়পুরা জেলা-নরসিংদী বর্তমানে আতশিপাড়া থানা-পলাশ জেলা-নরসিংদী ৩। মো: হৃদয় (২৭) পিতা-মো: জামাল উদ্দিন মিয়া সাং-রামাইনন্দী থানা-পলাশ জেলা-নরসিংদীদের গ্রেফতার করেছে।পুলিশ জানান, এদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। আরো জানান, পলাশ থানা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.