প্রেস বিজ্ঞপ্তি: বিশ্ব ক্যান্সার দিবস-২০২২ উপলক্ষে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ৩ ফেব্রæয়ারি বৃহস্পতিবার র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক সুজন বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ও উপ-পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি। বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার ও এমওসিএস ডা. মোঃ ওয়াজেদ চৌধুরী অভি। র্যালি ও আলোচনা সভায় সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “সকল ক্যান্সার রোগীর জন্য, মানসম্মত চিকিৎসা হোক সহজলভ্য”। প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, ক্যান্সার জনস্বাস্থ্যের জন্য মারাত্বক হুমকি। হেপাটাইটিস বি ও সি ভাইরাস রক্তে সংক্রমিত হলে লিভার সিরোসিস এবং শেষ পর্যন্ত লিভার ক্যান্সার হয়ে মৃত্যু হতে পারে। ক্যান্সারমুক্ত বিশ্ব গড়তে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিক হতে হবে। তিনি আরও বলেন, বিশ্বে ২০০ ধরণের ক্যান্সার রয়েছে যার কারণে প্রতিবছর লাখো মানুষের মৃত্যু হচ্ছে। পরিসংখ্যানে বলছে, ২০১২ সালে সারা বিশ্বে ৮০ লাখ মানুষ ক্যান্সারে মারা গেছে। প্রতিবছর প্রায় ২ লাখ মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। শুধু সচেতনতা বুদ্ধি করা গেলে ক্যান্সারের মত জঠিল রোগ প্রতিরোধ সহজ হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.