বিনোদন ডেস্ক: আপিল বোর্ডের শুনানিতে এসেছিলেন নিপুন। তিনি তার কথা বলে চলে যান। শুনানি হয় পরিচালক সমিতিতে। সরস্বতী পূজার কথা বলে শিল্পী সমিতির কার্যালয় বন্ধ রাখা হয়েছে এবং সমিতির স্টাফদের কাউকে পাওয়া যায়নি। তাদের সকলেরই সেলফোন বন্ধ পাওয়া যায়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় শিল্পী সমিতির আপিল বোর্ড বাদি ও বিবাদিদের নিয়ে শনিবার যে বৈঠকের আয়োজন করেছিলেন তাতে বাদি উপস্থিত হলেও বিবাদি জায়েদ খান ও চুন্নু উপস্থিত হননি। আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান বলেছেন, সার্বিক দিক বিচেনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে জায়েদ খান আপিল বোর্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে উকিল নোটিশ পাঠিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.