ফারহান সিদ্দিক সীতাকুণ্ড : সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল বস্তি ও পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় র্যাবের অভিযান চলছে। অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে র্যাব সদস্যদের গুলি বিনিময় হচ্ছে। শনিবার (৫ জানুয়ারি) রাত দশটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার। তিনি জানান, চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী মশিউর রহমানের সেকেন্ড ইন কমান্ড আল আমিনের ঘরে র্যাবের অভিযান চলছে। উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর ভোরে জঙ্গল ছলিমপুর থেকে র্যাবের হাতে অস্ত্রসহ আটক হয় ২৭ মামলার আসামি ছিন্নমূল সংগঠনের নেতা ও চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী মশিউর রহমান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.