প্রেস বিজ্ঞপ্তি:বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, নামাজ হচ্ছে ইসলামের প্রধান আনুষ্ঠানিক ইবাদত। আলাহ তায়ালা নামাজ শুধু পড়তে বলেন নি কায়েম করতে বলেছেন। নামাজের মধ্য দিয়েই ইসলামী জিন্দেগীর সৌন্দর্য সাম্য ও স¤প্রীতির চিত্রটি ফুটে উঠে বলেই নামাজ সামাজিক ও সামষ্টিক জীবনের এক চমৎকার মডেল। মাওলানা নূরী গতকাল বাদএশা সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের সৈয়দাবাদ মরহুম মাওলানা লুৎফুর রহমান সিদ্দিকী স্মৃতি সংসদ আয়োজিত একবিরাট সীরাতুন্নবী (সঃ) মাহফিলে প্রধান আলোচকের বক্তব্য একথা বলেন।
বিশিষ্ট সমাজ সেবক, দানবীর আলহাজ সরওয়ার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন , উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দীন হাসান চৌধুরী।
প্রধান আলোচক আরো বলেন , আল্লাহ তালা মুমিনদেরকে পৃথিবীতে রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করলে তারা নামাজ কায়েম করবে, যাকাত দিবে, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ ও অন্যায় কাজ থেকে বিরত রাখবে। তিনি রাসুল (সঃ) কে একজন আদর্শ রাষ্ট্র নায়ক ও ইতিহাসের শ্রেষ্ঠ ন্যায় বিচারক উলেখ করে বলেন, তিনিই একমাত্র ইসলামের পরাজিত চরম শত্রু ওয়াহশী ও আবু সুফিয়ানের মত ব্যাক্তিদেরকেও প্রতিশোধের পরিবর্তে তাঁর উন্নত চরিত্র দ্বারা ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং একটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে শান্তি ও সাম্যের ভূ - স্বর্গে পরিণত করেছেন ।
সীরাতুন্নবী (সঃ) মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আমিরাবাদ সুফিয়া আলীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহাদাত হোসাইন, মাওলানা মোহাম্মদ ইদ্রীস, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা ইলিয়াছ মাহমুদ, মাওলানা শফিকুর রহমান, মাওলানা মুবিনুল হক, মাওলানা গোলাম মোস্তফা জিহাদি, মাওলানা ছাবের আহমদ, মাওলানা আবু আহমদ প্রমুখ। তাবারুক বিতরন ও মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.