প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিপিজেএর ত্রিবার্ষিক নির্বাচনে ২০২২-২০২৪ রাশেদ মাহমুদ সভাপতি ও রাজেশ চক্রবর্তী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নয়টি পদের মধ্যে সবকটিতেই কোন প্রার্থী না থাকায় সবাই বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। গতকাল সোমবার চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সিইউজের কার্যালয়ে নির্বাচন কমিটির চেয়রম্যান আসিফ সিরাজ তাদের বিজয়ী ঘোষণা করেন। অন্যান্যদের মধ্যে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সুভাষ কারণ সহ-সভাপতি, নিপুল কুমার দে যুগ্ন সম্পাদক, আলাউদ্দিন হোসেন দুলাল অর্থ সম্পাদক, রবি শংকর চক্রবর্তী সাংগঠনিক সম্পাদক, সোহেল সরওয়ার প্রদর্শনী সম্পাদক, রনি দে প্রচার ও প্রকাশনা সম্পাদক, অনুপম বড়–য়া নির্বাহী সদস্য।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সিইউজের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিউজের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, বিএফউইজে সাবেক সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, বিএফউইজে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী, সিইউজের সিনিয়র
সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, চট্টগ্রাম প্রেস ক্লাবের আপ্যায়ন সম্পাদক আয়ুব আলী, বিএফউইজের নির্বাহী সদস্য আজাহার মাহমুদ, সিপিজেএ প্রধান উপদেষ্টা সদস্য দেবপ্রসাদ দাস দেবু, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রূপম চক্রবর্তী, মোহাম্মদ ফারুক। আরো উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রব মাসুম, সদস্য কুতুব উদ্দীন চৌধুরী, জুয়েল শীল, শরীফ চৌধুরী, রাজীব রায়হান ও সুরঞ্জীত শীল। অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.