প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৬:১০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৭, ২০২২, ৫:৫০ অপরাহ্ণ
চন্দনাইশে কাইয়ুম চৌধুরীর সহযোগিতায় গৃহহীন পরিবারকে ঘর তৈরী করে দিল স্বপ্নযাত্রী ফাউন্ডেশন।

ডেস্ক রিপোর্ট: মহেশখালির কালারমারছড়ার পর এইবার স্বপ্নযাত্রীর উদ্যােগে এক গৃহহীন পরিবারের ঘর নির্মান কাজ সম্পন্ন করেছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন চন্দনাইশ শাখা। একবছর ধরে গৃহহীন হয়ে মোঃ দিদারুল আলমের পাঁচ সদস্যের পরিবার নিয়ে একটা ছোট ঘরে আশ্রয় নেন। এবং তিনি গত একবছর ধরে স্থানীয় একজন ব্যক্তির ঘরে আশ্রিত ছিলেন। কিছুদিন আগে বরকল কানাইমাদারী নিদাগের পাড়ার কিছু তরুণের অনুরোধে এই প্রজেক্টটি হাতে নেন স্বপ্নযাত্রী চন্দনাইশ শাখা। বাংলাদেশ আওয়ামী লীগ ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য, চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব আবদুল কৈয়ূম চৌধুরীর আর্থিক সহায়তায় গত ২২ এবং ২৩ জানুয়ারি দুইজন কাঠ মিস্ত্রী এবং স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে গৃহ নির্মান সম্পন্ন হয়।

উক্ত গৃহটি আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন জনাব আবদুল কৈয়ূম চৌধুরী। এতে উপস্থিত ছিলেন চন্দনাইশ সমিতি- চট্টগ্রামের সভাপতি আবু তাহের চৌধুরী, কালের কণ্ঠ শুভসংঘ চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি জাহেদুল ইসলাম জাহি,আরো উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান জনাব লায়ন কামাল হোসেন, স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুবেল মাহমুদ, স্বপ্নযাত্রী চন্দনাইশ শাখার সন্মানিত সভাপতি সাজ্জাদ হোসেন,, সেকান্দর ইসলাম,রিয়াদ হোসেন,জাফর ছাদেক,রিদুয়ান মোস্তফা,শফিকুর রহমান,মাসুদ খান,মামুনুর রশিদ,কলিমুল্লাহ সহ প্রমুখ।

উদ্ভোধনী বক্তৃতায় জনাব আবদুল কৈয়ূম চৌধুরী বলেন স্বপ্নযাত্রীর মহতি ও সাহসী এসব ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই প্রশংসিত।এমন মহতি কাজে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নতুন ঘর পেয়ে খুশিতে আত্মহারা মোঃ দিদারুল আলম । তিনি স্বপ্নযাত্রী টিম ও আবদুল কৈয়ূম চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। মানবিক কাজে এভাবে সবসময় সকলকে পাশে থাকার বিনীত অনুরোধ করেন স্বপ্নযাত্রীর কেন্দ্রীয় সদস্য আবিদ বিন হারুন
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.