সুনামগঞ্জ প্রতিনিধিঃ সড়ক আছে ব্রীজ নাই বাঁশের চাটার সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলছে মানুষ। হাজার হাজার পথযাত্রীর আনাগোনায় ভাড়া দিতে হচ্ছে তিন গুণ, অথচ নজরে নিচ্ছেন না সরকারের কতৃপক্ষ।সুনামগঞ্জ জেলার হাওরাঞ্চলের অবহেলিত হাওর পাড়ের নব গঠিত মধ্যনগর উপজেলার পশ্চিম অঞ্চলের নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সাথে যোগাযোগের একমাত্র সড়ক পথটি, হয়নি যানবাহন চলার উপযোগী। তিন বছর আগে রাস্তাটি পাকাকরণ হলেও এর মাঝে দুই কিলোমিটার রাস্তা এখনো কাঁচা, যাতায়াতের বাহন হচ্ছে শুধুই বাইক, এছাড়া আর কোনো যানবাহন না থাকায় পথযাত্রীরা পোহাতে হচ্ছে সীমাহীন কষ্ট আর দুর্ভোগ। একটু বৃষ্টি হলেই বাইক চলাচল বন্ধ হয়ে যায়, অনেক সময় দেখা যায়, পথযাত্রীদের পায়ে হাঁটা ছাড়া আর কোনো উপায় থাকেনা । গত তিন বছর আগের কাঁচা রাস্তাটি কিছুটা দুর্ভোগ লাগবের লক্ষে সরকার কতৃপক্ষ ৬ মাসি সামার সেবল পাকা রাস্তা করলেও জমশেরপুর সংলগ্ন হাতিয়ার খাল নামক খালটিতে, ইউনিয়ন পরিষদ থেকে লিজ নিয়ে গুদারায় চালিত বাঁশের চাটার সেতুর উপর দিয়ে, পথযাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে, শত শত বাইক মোটরসাইকেল। এ অবস্থায় রাস্তাটি পূর্ণ সংস্কার করে ব্রীজ সহ ১২ মাসি যাতায়াতের উপযোগী করতে সরকারের কতৃপক্ষের সুদৃষ্টি দেওয়ার এলাকাবাসী জোর দাবী জানাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.