হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে কয়েকদিন ধরে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে দশ হাজারের অধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সারা দেশের মতো হাটহাজারীতেও তীব্র শীতের প্রকোপ বেড়েছে। এতে অসহায় অনেক মানুষ কষ্ট করছে। এই শীতার্তদের শীতের হাত থেকে রক্ষা করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দারিদ্র ও ক্ষুদামুক্ত বাংলাদেশ গড়তে মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত কম্বল, দশ হাজারের অধিক দরিদ্র-বৃদ্ধ নারী পুরুষের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম। তিনি বলেন, শীতার্তদের শীত বস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনকল্যাণমূলক কাজের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আমরা অসহায় জনগণের পাশে রয়েছি। শীত বস্ত্র গ্রহণকারীদের মধ্যে ষাটোর্ধ্ব নারী আয়েশা বেগম বলেন, গত কয়েকদিনের তীব্র শীতে রাতে ঘুমাতে খুব কষ্ট হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া কম্বল পেয়ে সেই কষ্ট লাঘব হবে। হাটহাজারী উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. জামিরুল ইসলাম বলেন, কয়েকদিন ধরে শীতের প্রকোপ বেড়েছে। যে কারণে অসহায় শীতার্তদের জন্য দেওয়া মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আমরা পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুস্থ মানুষের হাতে কম্বল পৌঁছে দিচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.