মৌলভীবাজার জেলা প্রতিনিধি: রোজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের পৃথক দুটি অভিযানে জিআর মামলার পলাতক দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। কুলাউড়া থানার এসআই পরিমল সঙ্গীয় একটি দলের অভিযানে গোপন তথ্য অনুযায়ী জিআর ১৪৪/১৫ এর পলাতক আসামী শিবলু মিয়াকে কুলাউড়া থানার দক্ষিণ রেলওয়ে কলোনি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। শিবলু মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার কাছিশাইল গ্রামের আব্দুল মোতালিবের ছেলে। কুলাউড়া থানার আরেক অভিযানে এএসআই মোঃ তাজুল ইসলাম সঙ্গীয় একটি দলের গোপন তথ্য অনুযায়ী অভিযানে জিআর ৩৭৬/১৮ এর পলাতক আসামী আয়াত মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আয়াত মিয়া কুলাউড়া থানার কাড়েরা গ্রামের এলাইছ মিয়ার ছেলে। কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আমিনুল ইসলাম বলেন, কুলাউড়া থানা পুলিশের দুটি অভিযানে জিআর মামলার পলাতক দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.