নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশে শীতলক্ষ্যা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে রায়হান মিয়া (১৪) নামে এক কিশোর নিখোঁজ হওয়ার চার ঘন্টা পর মরদেহ উদ্বার করেছে পলাশ উপজেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার ০৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজার শীতলক্ষ্যা নদীর ঘাটে এই ঘটনা ঘটে। নিখোঁজ রায়হান মিয়া পাশ্ববর্তী গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নারগানা গ্রামের হুমায়ন মিয়ার ছেলে। সে পলাশ বাজার এলাকায় একটি পোশাক দোকানের কর্মচারী ছিল। বিষয়টি নিশ্চত করেন, পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম। নিখোঁজের স্বজন ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানায়, দুপুর দেড়টার দিকে রায়হান মিয়া তার দুই বন্ধু হাসিব, ও রাকিবকে নিয়ে নৌকা দিয়ে গোসলের উদ্দ্যেশে শীতলক্ষ্যা নদীর মাঝ পথে ঝাপ দেয়। পরে রাব্বি ও হাসিব সাতরিয়ে নদীর তীরে উঠতে পারলেও রায়হান পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিস ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবরিদল উদ্ধার অভিযান চালিয়ে প্রায় চার ঘন্টা উদ্বার অভিযান চালিয়ে রায়হানের মরদেহ উদ্বার করে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.