প্রেস বিজ্ঞপ্তি :মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানঃ ০৫ (পাঁচ) টি চোরাই মোটর সাইকেল সহ আন্তঃজেলা সংঘবদ্ধ মোটর সাইকেল চোর চক্রের ০৮ সদস্য গ্রেফতার মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মোঃ কামরুল হাসান ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিন) জনাব মোঃ দেলোয়ার হোসেন এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব মোঃ মোক্তার হোসেন ও পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব মোঃ আনিসুর রহমান এর নেতৃত্বে বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ০৯/০২/২০২২ হতে ১০/০২/২০২২খ্রিঃ তারিখ পর্যন্ত বিরতিহীন ভাবে সিএমপি’র খুলশী, ডবলমুরিং থানাসহ ফেনী জেলার সোনাগাজী এলাকায় অভিযান পরিচালনা করে আন্তজেলা সংঘবদ্ধ মোটর সাইকেল চোর ও চোরাই মোটর সাইকেল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত ১) মোঃ মুন্না (২১), ২) মোঃ ফয়সাল (২২), ৩) মোহাম্মদ শাহাদাৎ হোসেন (২২), ৪) মোঃ শহিদুল ইসলাম @ শহিদ (২১), ৫) মোঃ সোহেল @ ইকবাল (২০), ৬) মোঃ মিজান (২৩), ৭) মোবারক হোসেন (২৪), ৮) আব্দুর রহমান নোবেল (২৫)’দের ০৫ (পাঁচ) টি চোরাই মোটর সাইকেলসহ গ্রেফতার করা হয়। চোর চক্রের মূল হোতা গ্রেফতারকৃত মোঃ শহিদুল ইসলাম @ শহিদ, মোঃ সোহেল @ ইকবাল ও মোঃ মুন্নাকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা অপরাপর গ্রেফতারকৃত ব্যক্তিদের সহযোগিতায় চট্টগ্রাম মহানগরসহ বিভিন্ন জেলা শহর হতে মোটর সাইকেল সমূহ চুরি করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত মোঃ মুন্না ও তার সহযোগীদের সাহায্যে উক্ত চোরাই মোটর সাইকেল গাড়ির নাম্বার প্লেট পরিবর্তন করে এবং PRESS সহ বিভিন্ন স্টিকার লাগিয়ে বিক্রয় করার জন্য এক স্থান হতে অন্যস্থানে নিয়ে যায়। নাম্বার প্লেট পরিবর্তন ও বিভিন্ন স্টিকার লাগিয়ে এক জেলা হতে অন্য জেলায় বিক্রয় করার জন্য হস্তান্তর করায় প্রকৃত মালিকের জন্য তার ব্যবহৃত মোটর সাইকেল পাওয়া কঠিন হয়ে পরে। উদ্ধারকৃত মোটর সাইকেল সমূহঃ ১) ০১টি লাল ও কালো রংয়ের Pulsar 150 চেসিস নং-*MD2A11CZ2 DCA01220*, ইঞ্জিন নং DHZCDA25559, ২) ০১ টি সাদা ও কালো রংয়ের Pulsar NS 160, রেজিঃ নং-রাঙ্গামাটি-ল-১১-০৫৯৪, চেসিস নং MD2A92CY3JCM85431, ইঞ্জিন নং-JEYCJM23291, ৩) ০১টি ফোর কালার HONDA-160 HORNET, রেজিঃ নং-চট্টমেট্রো-ল-১৫-৭৭৫৫, চেসিস নং-PSOKC3990KH505343, ইঞ্জিন নং-KC39EA 0004924, ০১টি মেট ব্লু রংয়ের YAMAHA FZ-5 VERSION 3.0, রেজিঃ নং-চট্টমেট্রো-ল-১৭-১৪৩৫, চেসিস – PS2RG64 200A017147, ইঞ্জিন নং- G31 SE0200699. ৫) ০১টি পুরাতন SUZAKI SF 160 চেসিস নং- RMBL-NG4BX-108722, ইঞ্জিন নং-BGA1-688050 গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সিএমপি’র খুলশী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।