বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৩ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গ্রেফতারকৃতদের বাড়িতে অভিযান চালিয়ে ৬'শ লিটার চোরাই মদ, ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১'শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে বানিয়াচং থানা পুলিশ। ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গভীর রাতে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন'র নির্দেশনায় এসআই রাকিব হোসেন, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন, এএসআই মোঃ তোহা সংগীয় ফোর্সের সহায়তায় উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের গুনই গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী জুনায়েদ মিয়া (২৫)পিতা: আকল মিয়া, গ্রাম ধুলিয়া ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসায়ী শাহনুর মিয়া(৪৫) পিতা: মৃত লাল মিয়া, গ্রাম গুনই (শান্তিনগর) ১'শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। একই সময় এসআই সবুজ কুমার নাইডু ও সংগীয় ফোর্সের সহায়তায় করচা গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী গোবিন্দ বৈষ্ণব (৪৬) পিতা: গৌর সুন্দর বৈষ্ণব, গ্রাম করচা ৬'শ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়। এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশের এধরনের অভিযান অব্যাহত থাকবে। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.