মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ সম্পত্তি ভাগ নিয়ে মা, বড় ভাই, ভাবীসহ ৪ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে, আহতদের মধ্যে ২ জন সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ৮ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিকেল ৪ টায় ঘটনাটি ঘটে সুবর্ণচর উপজেলার ২ নং চরবাটা ইউনিয়নের পশ্চিম চর মজিদ গ্রামে। ভুক্তভোগী পশ্চিম চর মজিদ গ্রামের মৃত মোহাম্মদ হোসেন এর স্ত্রী হাজেরা খাতুন (৭০) ও তার পুত্র দেলোয়ার হোসেন (৪৮) বলেন, তার ছোট ভাই আমির হোসেন রাজা দীর্ঘদিন তার বসত বাড়ী দখলের পায়তারা করে আসছে, গতকাল দেলোয়ার তার ঘরের টিন লাগানোর সময় আমির হোসেন রাজা ও তার স্ত্রী সকিনা খাতুন, পুত্র নুর আলম (১৮), নুর মোহাম্মদ (১৫) সহ অজ্ঞাত ৪/৫ জনের একদল যুবক এসে তাদের ওপর অতর্কিতভাবে হামলা করে, এতে হাজেরা থাতুন, দেলোয়ার হোসেন, দেলোয়ারের স্ত্রী সালেকা খাতুন(৩৮), শারমিন আক্তার (১৮), তার মেয়ে বিবি মরিয়ম (১০) আহত হয়। এর আগে একই ঘটনায় দেলোয়ার বাদী হয়ে কোর্টে একটি মামলা করেন, মামলা নং ১৭/২০২২। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আমির হোসেন রাজা বলেন, তাদের মামলায় আমি দুই দিনের জামিনে এসেছি, উকিল বলেছিলো সালিশ শেষ করে ২ দিন পর টিন লাগাতে তারা গতকাল সন্ধ্যায় টিন লাগাতে গেলে আমি বাঁধা দেয় এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাদেরকে মারধর করেন, আমার মা আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। চরজব্বর থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক তরিক খন্দকার বলেন, এ বিষয়ে আমি জানিনা, কেউ লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.