
ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড : ট্রেনের বগি থেকে পড়ে এক অজ্ঞাত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ১১ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৮ টা ৫০ মিনিটে সীতাকুণ্ডের শেখপাড়া রেলক্রসিং এলাকায় সাগরিকা এক্সপেস থেকে পড়ে এ ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় জানা যায়নি। জানা যায়, ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি ৮টা ৪০ মিনিটে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে থামে। এরপর পুনরায় যাত্রা শুরুর ১০ মিনিটের মধ্যে শেখপাড়া রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে অসতর্কভাবে ট্রেনে ঝুলে থাকায় হঠাৎ পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম বলেন, ট্রেনে যাত্রীদের ভিড় ছিল। সম্ভবত অসতর্কভাবে বগিতে অবস্থান করেছিল সে। যার ফলে যাত্রীর চাপে হয়তো পড়ে গিয়েছে। আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা গ্রহণ করছি। লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় পাওয়া না গেলে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হবে।