ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে একটি আবাসিক হোটেল থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে নগরের হালিশহর থানার আগ্রাবাদ সংযোগ সড়কের রোজ উড আবাসিক হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। কাউকে গ্রেফতারও করতে পারেননি তারা। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে কামরুল হাসান পরিচয় দিয়ে এক ব্যক্তি আবাসিক হোটেলটিতে একটি কক্ষ ভাড়া নেন। ওইদিন বিকাল ৪টা ১৪ মিনিটে তিনি হোটেলের নিচে নামেন। সেখানে একজন নারী তার কাছে আসেন। তাকে তার স্ত্রী পরিচয় দিয়ে তার ভাড়া নেয়া কক্ষে নিয়ে যান। সাড়ে পাঁচটার দিকে ওই ব্যক্তি হোটেলের কক্ষ থেকে বের হয়ে আগ্রাবাদ সংযোগ সড়ক ধরে চলে যায়। সাড়ে পাঁচটা থেকে রাত ১২টা পর্যন্ত কক্ষটি থেকে কোনও সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেন হোটেল ব্যবস্থাপক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন। বিকল্প চাবি দিয়ে কক্ষ খুলে দেখেন স্ত্রী পরিচয়ে কক্ষে যাওয়া নারীর রক্তাক্ত গলাকাটা লাশ পড়ে আছে। হালিশহর থানার ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে কোনও এক সময় ওই নারীকে খুন করে পালিয়েছে হোটেল কক্ষ ভাড়া নেয়া তরুণ। এর আগে রক্তাক্ত জামা কাপড় পাল্টে ফেলেছে।’
ওসি বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, হোটেলটিতে কক্ষ ভাড়া নেয়ার সময় কামরুল হাসান পরিচয়ে যে এনআইডি দেয়া হয়েছে সেটি আরেকজনের। মাথায় টুপি ও মুখে মাস্ক লাগানো থাকায় হোটেল ভাড়া নেয়া তরুণকে শনাক্ত করা যায়নি। স্ত্রী পরিচয় দেয়ায় হোটেলের নথিতে ওই নারীরও কোনও পরিচয়ও সংরক্ষণ করেনি তারা। হোটেল কক্ষ ভাড়া নেয়া তরুণের পরিচয় ও খুন হওয়ার নারীর পরিচয় বের করার চেষ্টা করছি।’
সূত্র: dailyjagaran
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.