ডেস্ক রিপোর্ট:এমন এক হৃদয়বিদারক ঘটনা ঘটছে কক্সবাজারের পেকুয়ায়। রবিবার (১৩ ফেব্রুয়ারী)দিবাগত রাতে উপজেলার বারবাকিয়া ইউপির পশ্চিম পাহাড়িয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই এলাকার মৃত ছিদ্দিক আহমদের পুত্র মোস্তফা ও টইটং ইউপির আলিগ্যাকাটার মৃত নজির আহমেদের পুত্র নাছিরউদ্দিন তারা দুইজনই মিলে ৩ বছর আগে ২ একর জমি বর্গা নিয়ে মৎস্য ঘের করে আসছে। ওই ঘেরের এরিয়ায় পুকুর পাড়ে বিভিন্ন প্রজাতির ফলজ বনজ ও কলা গাছ রোপন করেন। এতে এবার কলা গাছে ফলনও এসেছে বেশি। অল্প কিছু দিনপর কলা পাকা শুরু করতো। আর কলা বিক্রি করে সংসারে দু'মুঠো অন্ন জোগাতেন। কিন্তু রোববার দিবাগত রাত দরিদ্র কৃষক মোস্তাফা ও নাছিরের সেই আশা শেষ করে দিলো স্থানীয় একদল মুখোশধারী দূর্বৃত্ত।
কে বা কাহারা রাতের আঁধারে ঘেরে ঢুকে ৭০ টি কলা গাছ ও আম গাছ ৩০টিসহ সবকয়টি ফলজ বনজ গাছ কেটে পেলে। এদিকে ভুক্তভোগীরা জানিয়েছেন, রাতের আধাঁরে কে বা কাহারা আমাদের মৎস্য ঘেরে এসে পুকুর পাড়ে রোপন করা গাছ গুলো কেটে সাবাড় করে দেয়। কিছুদিন পর ফলন বিক্রি করা যেতো। এতে আমাদের ১ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের সাথে কারো শত্রুতাও ছিল না তারপরও এমন কেন হল তা জানি না। আমরা প্রশাসনের হস্তে ক্ষেপ কামনা করছি। এদিকে বারবাকিয়া ইউপির সদস্য আলমগীরের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.