সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের নব গঠিত মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের নব নির্বচিত চেয়ারম্যান ১৩ ফেব্রুয়ারী রবিবার ১২ ঘটিকার সময় পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে যোগদান জনতার মাল্যদান ফিতা খেটে অফিস শুভ উদ্বোধন কালে, জনতার বীরে এলাকার সুধীজনরা ফুলের তোরা ও মালা দিয়ে বরনের পর,চেয়ারম্যান এর আসনে বসেন সন্জিব রঞ্জন তালুকদার টিটু। গত ৫ ই জানুয়ারী অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী, ঘোড়া প্রতীক নিয়ে ৫৫০ ভোটে বেশী পেয়ে বিজয়ী হোন। এর প্রেক্ষিতে গত ৮ ই ফেব্রুয়ারী সরকারের বিধি মোতাবেক দায়িত্ব গ্রহনের কথা থাকলেও নির্বাচনি সহিংসতার জেরে আইন আদালতে দৌড় ঝাপ করতে গিয়ে বিলম্বে দায়িত্ব গ্রহন করতে হয়েছে।
এসময় বক্তব্য রাখেন, নির্বাচিত চেয়ারম্যান সন্জিব রঞ্জন তালুকদার টিটু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোশাহিদ তালুকদার, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কুতুবউদ্দিন তালুকদার,উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এম এ মান্নান, উপজেলা মৎসলীগ আহ্বায়ক রুহুল আমিন খান,আওয়ামী অন্যতম নেতা উপানন্দ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব ফারুকী, ছাত্র লীগের সভাপতি জাহাঙ্গীর আলম খান, নির্বাচিত ইউ পি সদস্য প্রান গোপাল তালুকদার, সংরক্ষিত নারী সদস্য রোকেয়া আক্তার প্রমুখ। চেয়ারম্যান অনুষ্ঠান শেষে মিষ্টি বিতরণের মাধ্যমে পরিষদের কার্যাবলির শুভ যাত্রা শুরু করেন
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.