প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৯:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৪, ২০২২, ৩:৪৪ অপরাহ্ণ
বেতাগীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে ইউপি মেম্বারের মানববন্ধন

বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ গত ১০ ফেব্রুয়ারী কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ‘বেতাগীর দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে এক মানববন্ধন করেছেন বেতাগী উপজেলার ২নং সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ। আজ বিকাল চারটার সময় খোন্তাকাটা লক্ষিপুরা প্রাথমিক বিদ্যালয়ের সামনে দেড় শতাধিক মানুষ অংশ নেয়। বসির আলম পলাশ বলেন, "আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি কোন মাদক ব্যবসায় জড়িত না। আমার এলাকায় মাদক ব্যবসা যাতে করতে না পারে সে বিষয়ে কঠোর অবস্থানে থাকা সত্বেও সামাজিকভাবে আমায় হেয় প্রতিপন্ন করার জন্য আমার নির্বাচনি প্রতিপক্ষরা এই তথ্য দিয়েছে। নিউজে যে মামলার কথা লেখা হয়েছে তা আমার নির্বাচনি সময় আমায় দমিয়ে রাখতে করা হয়েছিল। আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে অনলাইন পত্রিকাটিকে বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমি মনে করছি"।
৩নং ওয়ার্ডের বাসিন্দা খবির মিয়া বলেন " আমাদের মেম্বার গাজা ব্যবসা করে না, তিনি আমাগো লইগা অনেক কাজ করতেছে" ফুলবরু বেগম বলেন,"মেম্বার সাহেবের লইগ্গা রাতে দুয়ার খুইলা ঘুমাতে পারি"। মানববন্ধনে রাকিব শিকদার বলেন "আমি বরিশালে চাকরি করি, কীভাবে বেতাগীতে মাদক ব্যবসা করলাম আমিই জানিনা। গত ১০ তারিখ আমি স্ত্রীকে নিয়ে হাসপাতালে ছিলাম, কীভাবে আমি পালিয়ে যাই পুলিশের হাত থেকে। আমি এর প্রতিবাদ জানাই"।
বশির আলম পলাশ আরও বলেন, "বরিশালে আটক হওয়া স্বপন ও সজিব নামের কাউকে আমার চেনা নেই। তাদের সাথে আমার কোন সম্পর্ক নেই। উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারী বরিশালের কোতোয়ালি থানা পুলিশ আধা কেজি গাঁজাসহ স্বপন (৩২) ও মো. সজিব (২৫) সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে এসময় মো. রাকিব সিকদার নামে আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায় । গ্রেফতারকৃতদের বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলায়। তাদের বিরুদ্ধে বরিশালে কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা হয়
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.