প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৬:১১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৪, ২০২২, ৪:১২ অপরাহ্ণ
সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান জব্দ বাল্কহেড
![]()
ফারহান সিদ্দিক সীতাকুণ্ড : চট্রগ্রামের সীতাকুণ্ড উত্তর ভাটেরখিল সমুদ্র থেকে বালু উত্তলনের সময় অভিযান চালিয়ে একটি বালুবোঝাই বাল্কহেড জব্দ করেছেন উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার(ভূমি’র) নেতৃত্বে সমুদ্রে অভিযান পরিচালনা করে এ বাল্কহেডটি জব্দকরা করা হয়। অভিযানকালে সীতাকু- মডেল থানা এস আই মাহবুবের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
এবিষয়ে সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশরাফুল আলম সময়ের নিউজ কে বলেন,মঙ্গলবার সকাল ১২ টা থেকে দীর্ঘ ৩ ঘন্টা অভিযান চালিয়ে বালুসহ একটিব বাল্কহেড জব্দকরা হয়েছে। বেশ কিছুদিন ধরে অবৈধভাবে একটা চক্র বালু উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান পরিচালনা করে বালুসহ একটি বাল্কহেড জব্দ করতে সক্ষম হয়েছি। ঘটনাস্থলে মালিক পক্ষের কাউকে না পাওয়ায় কারাদন্ড অথবা অর্থদন্ড দেয়া সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.