প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৪, ২০২২, ৪:৩৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতৃত্বে তানু-হিমেল

ডেস্ক রিপোর্ট : সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটি ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের কমিটি ঘোষণা করে। একই সঙ্গে ঘোষণা করা হয় কমিটির ১৭ নির্বাহী সদস্যের নামও। নির্বাহী সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে নবীন হাসান (ডিবিসি নিউজ), সহ-সভাপতি হাসান বাপ্পি (খোলা কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক শিশির মজুমদার সাদ্দাম (দৈনিক আজকের পত্রিকা), সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ (বাংলা টিভি), অর্থবিষয়ক সম্পাদক সোহেল রানা (নিউজবাংলা), দপ্তর সম্পাদক জাহিদ হাসান মিলু (দৈনিক ঊষার বাণী), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বক্কর সিদ্দিক (আমাদের নতুন সময়), আইন বিষয়ক সম্পাদক রুবাইয়া সুলতানা বাণী (দৈনিক ইনকিলাব), ক্রীড়া সম্পাদক আবু সালেহ (দৈনিক আনন্দ বাজার), সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক শারমিন হাসান (এশিয়ান টিভি) এবং তথ্য ও গবেষণা সম্পাদক তাহা রহমান (আনন্দ টিভি) রয়েছেন। কার্যকরী সদস্য-১ শাহ মো. নাজমুল ইসলাম (দৈনিক সময়ের আলো) কার্যকরী সদস্য-২ শামসুজ্জোহা (দৈনিক সমকাল), কার্যকরী সদস্য-৩ তারেক হাসান (দৈনিক ভোরের ডাক) ও কার্যকরী সদস্য-৪ মাহাবুব আলম রুবেল (দ্য ডেইলি মুসলিম টাইমস)।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.