পানিশ্বর শাখাইতি বাজারে দুই গোষ্ঠীর ঝগড়ায় আহত ১০

মো.তাসলিম উদ্দিন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): সরাইল উপজেলার পানিশ্বর শাখাইতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান,পানিশ্বর শাখাইতি গ্রামের বাজারে (১৪ ফেব্রুয়ারি) সোমবার সকালে শাখাইতি গ্রামের এলাই বক্সের লোকজনের সঙ্গে বাজারে এনার বাড়ির লোকজনের কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাই বক্সও এনার গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া -পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়। সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পানিশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বলেন, শাখাইতি গ্রামের এলাই বক্সের ও এনার গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। সরাইল থানার অফিসার ইনর্চাজ(ওসি) মো. আসলাম হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এলাকা এখন শান্ত।