পিরোজপুর প্রতিনিধিঃ চিত্রনায়ক জায়েদ খান এর বিরূদ্ধে ঢাকায় ষড়যন্ত্রমূলক মানববন্ধন সহ নানান অপপ্রচারের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন করেছে সর্বস্থরের জনগন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে পিরোজপুর টাউনক্লাব রোডে অনুষ্ঠিত মানববন্ধনে পিরোজপুরের সর্বস্থরের মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা সৈয়দ আহসান, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক চন্দ্রশেখর হালদার, সদর উপজেলা পুজা উৎযাপন পরিষদের সাধারন সম্পাদক শ্যাম প্রসাদ দাস, সাংবাদিক নেতা মেহেদী হাসান সোহাগ, যুবলীগ নেতা নাসিরউদ্দিন সিকদার (সাগর), পৌর যুবলীগ নেতা মোঃ ফরিদ উদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী শেখ আসাদুজ্জামান (আসাদ) সাংবাদিক যোবায়ের-আল মামুন সাংবাদিক মোঃ নুরউদ্দিন শেখ এমিনেন্ট বয়েজ এর সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ -প্রমূখ। এ সময় বক্তারা বলেন, পিরোজপুর থেকে জনৈক হিন্দু পরিবারকে ঢাকায় নিয়ে একটি কাল্পনিক অভিযোগে মানববন্ধন করে জায়েদ বিরোধী একটি চক্র। প্রকৃতপক্ষে ঐ পরিবারটির সাথে জায়েদের কোন বাড়ী বা ক্লিনিক নিয়ে কোন বিরোধ নাই। এটি জায়েদের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে তার প্রতিপক্ষরা কাল্পনিক নাটক সাজিয়েছি। আমরা পিরোজপুরবাসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উল্লেখ্য গত ১৩ ফেব্রুয়ারি চিত্রনায়ক জায়েদ খানের বিরূদ্ধে বাড়ী ও ক্লিনিক দখলের অভিযোগ তুলে ঢাকায় মানববন্ধন করে পিরোজপুরের একটি হিন্দু পরিবার।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.