মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ ‘পরিবহন খাতে অনিয়ম দুর্নীতি মানি না, মানব না’ স্লোগানে নোয়াখালীর জেলা শহর মাইজদীতে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত রিকশা মাত্রাতিরিক্ত ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে নোয়াখালীর শত শত সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ। বুধবার (১৬ ফেব্রয়ারি) বেলা ১১টার দিকে মাইজদী শহরের টাউন হল মোড়ে অতিরিক্ত ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পরিবহন খাতে অনিয়ম দুর্নীতি মানি না, মানব না। ৫ টাকার ভাড়া ২০ টাকা কেন জবাব চাই দিতে হবে, বঙ্গবন্ধুর বাংলায় দূর্ণীতির ঠাঁই নাই, আসষ্মিক এ ভাড়া বৃদ্ধির কারণে শিক্ষার্থী ও সাধারণ জনগণ বিপাকে পড়েছে, প্রতিনিয়ত ভাড়া নিয়ে যাত্রী ও ড্রাইভারের মাঝে কথা কাটাকাটাটি, হাতাহাতিসহ চলছে ঝগড়াঝাঁটি , অনেক সময় চালকদের কাছে লাঞ্চিত হতে হচ্ছে যাত্রীদের এটি একটি পরিকল্পিত সিন্ডিকেট বলেও মন্তব্য করেন তারা। মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক সুমন চন্দ্র ভৌমিক। তারা পরিবহনের এমন অনিয়ম দূর্ণীতি বন্ধে নোয়াখালী জেলা প্রশাসক, নোয়াখালী জেলা পুলিশ সুপার, নির্বাহী ম্যাজিট্রেটসহ সংশ্লিষ্ঠ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.