সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ড উপজেলা পরিষদ শহিদ মিনার চত্বরে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজনে একদিনের প্রাণী সম্পদ প্রদর্শনী মেলাটি অনুষ্ঠিত হয়। আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় চট্রগ্রাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ মোহাম্মদ দেলোয়ার হোসেন বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন। এই সময় তিনি মেলায় প্রদর্শীত সকল স্টলসমূহ ঘুরেঘুরে দেখেন, প্রান্তিক খামারিদের কথা শুনে তাদের খোজখবর নেন। খামারিরা ৪০টি স্টলে বিভিন্ন প্রকার গৃহপালিত প্রাণী প্রদর্শন করেন, এতে বিভিন্ন ধরনের পাখি, ময়ুর পঙ্খি কবুতর, শিরাজি, গিরিবাজ,লক্ষা, দেশি, কলদুম, ঘুঘু, লেয়ার মুরগি, ব্রিডার মুরগি,আমেরিকান ব্রাহামা, ইন্ডিয়ান আসিল ফাইটার, তিথি, টার্কি, পেকিন হাঁস, সৌখিন পাখি, বন মোরগ, ত্রছাড়াও ফিজিয়ান গরু, শাহিওয়াল, ব্ল্যাক বেঙ্গল ছাগল, যমুনা পাড়ি , গয়াল, ঘোড়া, শূকর সহ বিভিন্ন প্রজাতির প্রাণী। এছাড়াও ডিম থেকে বাচ্চা ফুটানোর কৃত্রিম পদ্ধতিতে ইনকিবেটর মেশিন, cow ব্রাশ, মিলকিং মেশিন, জৈবসার তৈরির পদ্ধতি সহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি দিনব্যাপী এ মেলার উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে প্রান্তিক খামারিদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।সমাপনী অনুষ্ঠানে সেরা খামারি ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার তুলেদেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ শাহাদাৎ হোসেন এইসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ মোসাম্মৎ তাহমিনা আরজু, ভেটেনারি সার্জন শাহজালাল মোহাম্মদ ইউনুস সমবায় কর্মকর্তা শহিদুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আনসার ও ভি ডি পি কর্মকর্তা মোঃ মুজিবুল হক,যুব উন্নয়ন কর্মকর্তা মো: শাহ আলম, সমাজসেবা কর্মকর্তা লুতৎফুর নেছা সহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.