ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড : ব্যাংকের টাকা আত্মসাৎ করে আত্মগোপনে থেকে দুবাই পালানোর পথে বিএনপি নেতা আসলাম চৌধুরীর ভাই মো. আমজাদ হোসেন চৌধুরী গ্রেপ্তার হয়েছেন। চট্টগ্রামের শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। আমজাদ চৌধুরীর বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাৎ ও মানিল্ডারিং আইনের মামলার ১৫টিতে পরোয়ানা ছিল। এতদিন পলাতক থাকলেও সর্বশেষ বৃহস্পতিবার রাতে তিনি দুবাইয়ের উদ্দেশে শাহ আমানত বিমানবন্দরে যান। ইমিগ্রেশন সম্পন্ন করার সময় পুলিশের হাতে ধরা পড়েন তিনি। বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক শেখ গোলাম মাওলা বলেন, ‘দেশ ত্যাগের নিষেধাজ্ঞার বিষয়ে সংশ্লিষ্টদের চিঠি দেয়া হয়েছিল। সেই প্রেক্ষিতে রাতে আমজাদ হোসেন চৌধুরী চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার সময়, ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে দুদককে খবর দেয়। বর্তমানে তিনি সীতাকুণ্ড থানা পুলিশের হেফাজতে আছেন। দুদক সূত্রে জানা যায়, আমজাদ চৌধুরীর বিরুদ্ধে ২০১৬ সালের ১৬ জুলাইয়ে এবি ব্যাংক আগ্রাবাদ শাখার ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। যে মামলায় আমজাদ ছাড়াও তার ভাই বিএনপি নেতা আসলাম চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী ও জামিলা নাজনিল মাওলাকেও আসামি করা হয়। মূলত তাদের পারিবারিক ব্যাবসায়ীক প্রতিষ্ঠান রাইজিং স্টিল মিল লিমিটেডের নামে ঋণ খুলে অর্থ আত্মসাৎ করা হয়। এছাড়া একই ব্যক্তিদের নামে হালিশহরের সাউথ ইস্ট ব্যাংকের ১৪৮ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় ২০১৬ সালের ২৬ ডিসেম্বর হালিশহর থানায় আরেকটি মামলা করা হয় দুদকের পক্ষ থেকে। এমন অর্থ আত্মসাতসহ ১৫টি মামলার চার্জশিটভূক্ত আসামি ছিলেন আমজাদ হোসেন চৌধুরী। যার বিরুদ্ধে ইতোমধ্যেই ১৫টি ওয়ারেন্ট জারি করা ছিল। কিন্তু এতদিন তিনি পলাতক ছিলেন। সর্বশেষ ২০২১ সালের ২৬ জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ের মানিলন্ডারিং শাখা থেকে মো. আমজাদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে দেশত্যাগ করতে না পারার বিষয়ে সকল বন্দরে চিঠি দেয় দুদক। সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, ‘দুবাই যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর আমজাদ হোসেন চৌধুরীকে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে আমাদের হেফাজতে আছেন।’
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.