এ আর রুহুল আমিন হাজারী, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার বুড়িচংয়ে ড্রামট্রাকের চাপায় সিএনজি অটোরিকশার চালকসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাক ও অটোরিকশার ২ আরোহী। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা বুড়িচংয়ের সিন্ধুরিয়াপাড়া কাটাজঙ্গল তুতবাগান (রেশম বাগান) এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৬টা এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, সিএনজি অটোরিকশা চালক জেলার বুড়িচং উপজেলার সাদকপুর এলাকার মৃত ছাফর আফর আলীর ছেলে জুলহাস মিয়া( ৬০) একই এলাকার আবুল হাসেমের ছেলে যাত্রী জহিরুল ইসলাম (৩৫), উপজেলার কংশনাগর এলাকার দৌলত খাঁনের ছেলে মো. জালাল (৩৭), কংশনাগর এলাকার আব্দুল মতিনের ছেলে আলমঙ্গীর হোসেন (২৭) ও দেবিদ্বার উপজেলার ছগুড়া এলাকার মো. ফরিদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম( ৩৩)। আহত দুজন কুমিল্লা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টায় ক্যান্টনমেন্টগামী সিএনজি চালিত অটোরিকশাটিকে একটি ড্রাম ট্রাক চাপা দিলে সিএনজিটি ধুমড়ে-মুছড়ে যায়, ঘটনাস্থলে ৫ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো ২ জন। মরদেহ ময়নামতি হাইওয়ে থানায় আছে। আহতরা ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.