সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে মধ্যনগর সদর ইউনিয়নের দুই মাদক কারবারি গ্রেপ্তার করছে থানা পুলিশ। ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৯ ঘটিকার সময় মধ্যনগর বাজারে অভিযান চালিয়ে গাঁজা সহ মাদক কারবারি সুলতান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায় খালিসাকান্দা গ্রামের মৃত হাফিজ মিয়ার ছেলে সুলতান মিয়া (৪০) একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী , পুলিশ একাধিকবার জেলহাজতে পাঠালেও জামিনে এসে, পূনরায় ব্যবসায়া চালু করে। পুলিশের জিজ্ঞাসাবদের প্রেক্ষিতে সুলতান মিয়া আরও একজন মাদক কারবারির সন্দান দিলে, বাজারে পান সুপারির দোকান দার গাঁজার ডিলার হিসেবে পরিচিত আঃ সালাম, মধ্যনগর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে (৪৮) কে গ্রেফতার করা হয়।এই সময় দুজনের কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত সুলতানের নামে আরও ৩ টি মাদকের মামলা রয়েছে। মধ্যনগর থানা পুলিশ পরদিন শুক্রবারে আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকাবাসীর দাবী মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকলে এলাকার যুবসমাজের সৃজনশীলতাসহ অপরাধ অরাজকতা কমে আসবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.