মৌলভীবাজার জেলা প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারী) মৌলভীবাজারের কুলাউড়ায় আসামী রাজু চামটা দাস (২৬), নামে এক ধর্ষন মামলার পলাতক আসামি আটক করেছে পুলিশ। কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগানের মৃত রাম দরিয়া দাস এর পুত্র চামটা দাস বলে জানা যায় পুলিশ সূত্রে। বরমচাল চা বাগানের কিশোরী ভিকটিম (১৫)‘কে মাটি কাটার কাজে নিয়ে পৌঁছে দেওয়ার কথা বলে কুলাউড়া থানাধীন ২নং ভূকশিমইল ইউপির অন্তর্গত বাদে ভূকশিমইল গ্রামের পানাই নদীর পশ্চিম পাড়ে ধানী জমিতে নিয়ে জোরপূর্বক ভাবে ধর্ষন করে। উক্ত ঘটনার বিষয়ে ভিকটিমের মাতা বাদী হয়ে থানায় ধর্ষন মামলা দায়ের করলে অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায়, উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রহিম জীবান গত ১৭ ফেব্রুয়ারী রাত্রিবেলায় গোপন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে বরমচাল চা বাগান এলাকা হইতে ধর্ষক রাজু চামটা দাসকে গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃত আসামীকে কুলাউড়া থানার মামলা নং-১৮(০২)২০২২ ইং মূলে বিজ্ঞ আদালতে আজ (১৮ ফেব্রুয়ারি) প্রেরন করা হয়। আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.