বাদল রায় স্বাধীন: সন্দ্বীপে বেসরকারী উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস এসডিআই এর আঞ্চলিক ষান্মাষিক সমন্বয় সভা ডিসেম্বর ২০২১ করোনা পরিস্থিতির কারনে আজ ১৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়েছে সন্দ্বীপ অঞ্চলের সকল শাখার কর্মকর্তা কর্মচারীদের সক্রিয় উপস্থিতিতে। এসডিআই আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অফিস থেকে আগত এসডিআই এর সহকারী পরিচালক কার্যক্রম মোঃ কামরুজ্জামান,সভায় সভাপতিত্ব করেন এসডিআই সন্দ্বীপ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ হারুন-অর-রশিদ।সন্মানীত অতিথি ছিলেন রিকল প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী শ্যামল রায়, সমৃদ্ধি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এস এম আনোয়ার পারভেজ।অন্যান্যদের মধ্যে সন্দ্বীপ অঞ্চলের সকল শাখার ব্যবস্থাপক, সুপারভাইজার,একাউন্স অফিসার ও ক্রেডিট অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ব্রাঞ্চ ভিত্তিক সকল শাখার ষান্মাসিক রিপোর্ট উপস্থাপন সহ উপস্থিত সকলের গান, কবিতা ও কৌতুক উপস্থাপনের মধ্য দিয়ে সভাটি একটি আনন্দঘন মিলন মেলায় পরিনত হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.