প্রেস বিজ্ঞপ্তি :বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, সন্তানদের প্রাথমিক বিদ্যালয় পরিবার। আর প্রধান শিক্ষক হচ্ছে মাতা- পিতা। তারা পারিববারিক পরিমন্ডল থেকে যা শিখবে তা-ই তাদের ধ্যান ধারনায় আচার আচরণেসহ পুরো জীবন পরিচালনায় একটি স্থায়ী প্রভাব সৃষ্টি করে। তিনি বলেন, শিশুরা জন্মের পর আল্লাহর পক্ষ থেকে মাতা-পিতার উপর আমানত, তারা নিস্পাপ এবং পুস্পকলির মতই পবিত্র।
মাওলানা নূরী গতকাল চন্দনাইশ উপজেলা জাফরাবাদ ‘এসো আলোর পথে সংগঠন’ এর উদ্যোগে বৈলতলী কমিউনিটি ক্লিনিক মাঠে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান মুফাচ্ছিরের তাফসীরকালে একথা বলেন। নিক এন্ড হ্যাপি গার্মেন্টসের চেয়ারম্যান আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত তাফসীর মাহফিলে সংর্বধিত অতিথি ছিলেন নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান এস এম সায়েম। প্রধান মুফাচ্ছির আরো বলেন, সন্তানেরা মাতা- পিতার কাছ থেকে আদর ¯েœহ পেলে তাদের হৃদয় আনন্দ উল্লাসে ভরে উঠবে। যেটা সন্তানদের মানষিক বিকাশ সাধনের একটি গুরুত্বপূণ উপাদান। অন্যদিকে তাদের প্রতি নিষ্টুরতা ও অবহেলা তাদের মানসিক জঠিলতা এবং জ্ঞানের প্রসারে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেবে। এতে ধীরে ধীরে মানবিক গুণাবলী গুলো আচ্ছন্ন হয়ে পড়বে। এবং তারা দ্বীনি বুনিয়াদী শিক্ষা না পেলে তাদের অন্তরে
পাশবিক চিন্তাধারা জন্ম নেবে। এজন্যই ইসলাম মাতা পিতাদেরকে শৈশবে সন্তানদের প্রতি গুরুত্বদান ও দ্বীনি শিক্ষা দানের নির্দেশ দিয়েছে। প্রধান ওয়ায়েজ ছিলেন অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান, তাফসীর করেন অধ্যক্ষ মাওলানা হারুন হেলালী, মাওলানা কাজী এয়ার মোহাম্মদ ও মাওলানা মুহাম্মদ হামেদ হাসান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.