প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৩:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২০, ২০২২, ৬:১৭ অপরাহ্ণ
ইতালি থেকে আসা গৃহস্থালি পণ্যের চালানে লুকানো অস্ত্র উদ্ধার
![]()
ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম কাস্টম হাউসের ফরেন পোস্ট শাখা থেকে রোববার ( ২০ ফেব্রুয়ারি) পেপার কার্টনের ভেতরে লুকানো এসব পিস্তল ও কার্তুজ উদ্ধার করেছে কাস্টমস হাউসের ফরেন পোস্ট শাখা। এ বিষয়ে সন্দেহভাজন অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ আইনি ব্যবস্থা নিচ্ছে কাস্টম হাউস কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম জানান - প্রাপক ও প্রেরককে আসামি করে বন্দর থানায় ফৌজদারি মামলা হবে। অস্ত্রগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
কাস্টমসের উপ-কমিশনার মোহাম্মদ সালাহউদ্দিন রেজভী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষভাবে লুকানো অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। চালানটিতে ফ্রাইফ্যান, কসমেটিকস, হ্যান্ড ব্লেন্ডারসহ বিভিন্ন গৃহস্থালি পণ্য ছিল। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। কাস্টমসের নথি অনুযায়ী, চালানটি এসেছে ইতালির রোম থেকে। চালানটি পাঠিয়েছেন রাজীব বড়ুয়া নামের প্রবাসী। চালানটি চট্টগ্রামের সিজিএস কলোনির কামরুল হাসান নামে এক ব্যক্তির ঠিকানায় এসেছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.