প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২১, ২০২২, ৬:৩৯ পূর্বাহ্ণ
১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ বেদীতে পুষ্প মাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন

ডেস্ক রিপোর্ট : ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল শহীদদের স্মরণে ওয়ার্ড দলীয় কার্যল্যয়ে এক দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা এবং শহীদ বেদীতে পুষ্প মাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর অধ্যাপক মো.ইসমাইল,এসময় তিনি বলেন একুশে ফেব্রুয়ারি আমাদের স্বাধীকারের স্বপ্নকে শানিত করেছে। যে লড়াই সংগ্রামকে বেগবান করেছে তার ধারাবাহিকতায় বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৫২’র ২১ ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আগামীর বাংলাদেশ তাদের স্বপ্নের পথে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আসলাম হোসেন সওদাগর, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা আলহাজ্ব এরশাদুল আমীন, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম মাস্টার, সহ-সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম ভূঁইয়া, সহ- সাধারণ সম্পাদক নোয়াব আলী মিয়া, জাকির আহমেদ সওদাগর সাধারণ সম্পাদক ৫ নং ইউনিট আওয়ামী লীগ, ২নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো. আক্তারুজ্জামান, ৩ নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাসান ও বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.