
বাদল রায় স্বাধীন: মেধা ও মননে সুন্দর আগামী এই প্রদিপাদ্যকে সামনে রেখে গতকাল ২১ ফেব্রুয়ারী এসডিআই কৈশোর কর্মসূচি,সন্দ্বীপ চট্টগ্রাম জেলার উদ্যোগে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগিতায় ৫ টি কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রভাত ফেরী, শহীদ মিনারে পুস্পস্তবক প্রদান ,কুইজ প্রতিযোগিতা কবিতা আবৃত্তি,দেশাত্ব বোধক গান, ইত্যাদি প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা শেষে একটি সুন্দর ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের জন্য সকল কিশোর কিশোরীকে শপথ বাক্য পাঠ করানো হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিআই সন্দ্বীপ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক হারুন রশিদ,রিকল প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী শ্যামল রায়, সীতাকুন্ড ও সন্দ্বীপ অঞ্চলের সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ মজনু আলম, ,এসডিআই সন্দ্বীপ অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তা সহ সকল কিশোর কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরন অনুষ্ঠানে বক্তারা বলেন দেশের যে কোন সংকটময় মুহুর্তে বাংলার দামাল ছেলেরা আন্দোলন সংগ্রাম করে নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করেছে। তাই বায়ান্নর ভাষা আন্দোলনে রাজপথ রঞ্জিত করে সালাম, বরকত,রফিক জব্বারের মতো ভাষা সৈনিকদের জীবনের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষাকে রক্ষা করতে পেরেছি। সে থেকে আমাদের স্বাধীনতার সংগ্রামের বীজ বপিত হয়েছে। কালক্রমে আমরা আজ স্বাধীন জাতী। তাই সকল ভাষা শহীদদের আমরা শ্রদ্ধা ভরে স্মরন করছি।