আশিফুজ্জামান, স্টাফ রিপোর্টার, চট্টগ্রামঃ বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে সম্প্রতি সরকার অনুমোদিত ইপিআই ভ্যাক্সিনেশন কেন্দ্র হিসেবে স্বীকৃতি পেয়েছে | চট্টগ্রামের বাসিন্দারা এখন অনায়াসে এই হসপিটালে এসে ইপিআই টিকাসমূহ গ্রহণ করতে পারবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা বিশ্বে শিশুদের প্রতিরোধযোগ্য রোগের টিকা দেওয়ার লক্ষ্যে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন (ইপিআই) চালু করে। ইপিআই টিকাসমূহ হলো; যক্ষা, ডিফথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, হেপাটাইটিস- বি, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা - বি, নিউমোকক্কাল নিউমোনিয়া, পোলিও মাইলাইটস, হাম ও রুবেলা । এছাড়াও বেসরকারি টিকাসমূহ জলাতংক, ডায়েরিয়া, জলবসন্ত, টাইফয়েড ইত্যাদি দেয়া হচ্ছে । সময়মতো এই টিকাসমূহ প্রদানের ফলে অনেক শিশু আসন্ন গুরুতর রোগ থেকে মুক্তি লাভ করে। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর মেডিকেল সার্ভিসেস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক ডা. ফজলে আকবর বলেন, “শিশুদের বিভিন্ন রোগ প্রতিষেধক টিকা সময়মতো দিয়ে নেওয়া অত্যন্ত প্রয়োজন। প্রতিষেধক গ্রহণের মাধ্যমে শিশুরা আসন্ন অনেক রোগ থেকে নিস্তার পায়। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বন্দরনগরীর মানুষকে সর্বোত্তম সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার অনুমোদিত ইপিআই ভ্যাক্সিনেশন কেন্দ্র হিসেবে স্বীকৃতি পাওয়া আমাদের এই প্রতিশ্রুতিকে আরও অগ্রগামী করে তুলেছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.