সীতাকুণ্ড প্রতিনিধি: জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মানবিক নড়ালিয়া যুব ফাউন্ডেশন কর্তৃক আলোচনা সভা,চিত্রাঙ্কন প্রতিযোগিতা,কবিতা আবৃত্তি এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত সভায় উদ্বোধক হিসেবে ছিলেন মানবিক নড়ালিয়ার সম্মানিত উপদেষ্টা, বাড়বকুণ্ড ইউনিয়নের ৯ নং ওয়ার্ড নড়ালিয়া এর ইউপি সদস্য জনাব মোঃ খায়রুল বশর,প্রধান অতিথি হিসেবে বক্তৃতা পেশ করেন মনীষার প্রধান নির্বাহী জনাব আজমল হোসেন। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অফ চিটাগং সীতাকুণ্ড এর সেক্রেটারি লায়ন্স ইঞ্জিনিয়ার মোঃ কামরুদ্দৌজা, দিশারি যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক জনাব আবুল কাশেম, গফুর আহম্মেদ ফকির বাড়ি মসজিদের ক্যাশিয়ার মিজানুর রহমান আলমাস, মসজিদের পেশ ইমাম। এতে সভাপতিত্ব করেন নড়ালিয়া যুব ফাউন্ডেশনের সভাপতি জনাব ইঞ্জিনিয়ার আবু জাফর, সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ রবিউল হোসেন। এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ- সভাপতি জনাব মুহাম্মদ আবদুল মুমিন, কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য মুহাম্মদ ইউসুফ, ইমরান হোসেন তারেক, নিজাম উদ্দিন, ইমতিয়াজ তাসবির,আজহারুল ইসলাম নাঈম,সাজু, শামীম,ইমন প্রমুখ। উপস্থিত থেকে প্রোগ্রামটিকে প্রানবন্ত করেছেন এলাকার বরেণ্য ব্যক্তিবর্গ মুরুব্বি ও ছোট-বড় অনেক ভাই। ধন্যবাদ সকল অতিথিবৃন্দ ও সকল সহযোগী ভাইদের প্রতি এবং আরো ধন্যবাদ ছোট ছোট সোনামনিদের যারা আমাদের প্রোগ্রামের মূল আকর্ষণ ছিলো। উক্ত আলোচনা সভায় বক্তারা মানবিক নড়ালিয়া যুব ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের সাফল্য কামনা করে সামাজিক ও মানবিক কাজ গুলোর ধারাবিকতা ধরে রাখার জন্য আহবান জানান।