মোঃ আশিফুজ্জামান: চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার মামলায় ৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. ইসহাককে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকেলে র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এমএ ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বায়েজিদ বোস্তামি থানার রৌফাবাদের বাংলাদেশ কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে ২০১৬ সালের ৫ মার্চ প্রবাসীর স্ত্রী পারভিন আক্তারের বাসায় রাতে ঢুকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি। আলমিরার চাবি দিতে বললে, পারভিন আক্তার চাবি না দিয়ে চিৎকার করার চেষ্টা করলে আসামিরা তখন পারভিনকে মুখ চেপে ধরে। খাটিয়া থেকে ফ্লোরে ফেলে দেয় এবং তার হাত, পা শাড়ির কাপড় দিয়ে বেঁধে রাখে এবং আসামিরা পরিকল্পিতভাবে পারভিন আক্তারকে তার শাড়ি খুলে গলায় ফাঁস ও মাথায় আঘাত করে গুরুতর জখম করে। বাসা থেকে স্বর্ণালংকার, মোবাইল, ট্যাব এবং নগদ টাকা নিয়ে চলে যায়। পরে পারভিনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.