ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম কাস্টমস হাউজে বিদেশি ডাকে পিস্তল উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে নগরীর হালিশহর এলাকা থেকে ডবলমুরিং থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার কামরুল হাসানের বাসা চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিজিএস কলোনিতে। নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) আব্দুল ওয়ারীশ খান গণমাধ্যমকে বলেন, কামরুল হাসান আয়কর বিভাগের একজন অফিস সহকারী। তিনি চট্টগ্রামে কর অঞ্চল-১ এ কর্মরত আছেন। বিদেশি ডাকের চালান থেকে অস্ত্র উদ্ধারের মামলাটি হয়েছে বন্দর থানায়। সেই মামলায় আমরা তাকে বন্দর থানায় হস্তান্তর করেছি। চট্টগ্রাম কাস্টমসের সহকারি রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন বাদী হয়ে নগরীর বন্দর থানায় মামলাটি দায়ের করেছেন। মামলায় রাজীব বড়ুয়া এবং কামরুল হাসান এ দু’জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর। কাস্টমস আইন, বিশেষ ক্ষমতা আইন এবং অস্ত্র আইনের ধারায় দু’জনকে আসামি করে এ মামলা দায়ের হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
ইতালি থেকে পাঠানো চালানটির প্রেরকের জায়গায় রাজীব বড়ুয়া এবং প্রাপকের স্থলে কামরুল হাসানের নাম লেখা আছে। প্রাপকের ঠিকানা হিসেবে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিজিএস কলোনির এফ-সেভেন/এ-৮ উল্লেখ আছে। পুলিশ প্রাথমিকভাবে তথ্য পেয়েছে, কামরুল হাসান চট্টগ্রাম কর অঞ্চল-১ এর তৃতীয় শ্রেণি পদে কর্মরত আছেন। তিনি আগ্রাবাদ সিজিএস কলোনি সমিতির সাংগঠনিক সম্পাদক। রাজীব বড়ুয়ার বাসাও সিজিএস কলোনিতে। উল্লেখ্য, রোববার (২০ ফেব্রুয়ারি) গৃহস্থালী ও প্রসাধনী সামগ্রীর একটি বৈদেশিক ডাকের চালানে আসা কার্টন থেকে ইতালিতে তৈরি দু’টি স্বয়ংক্রিয় পিস্তল ও ৬০ রাউন্ড কার্তুজ এবং দু’টি খেলনা পিস্তলের সঙ্গে কয়েক প্যাকেট কার্তুজ আকৃতির ছোট প্লাস্টিকের বল জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.